ক্যান্সারে বাবাকে হারিয়েছেন সানি লিওন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদনহলিউড

ক্যান্সারে বাবাকে হারিয়েছেন সানি লিওন

এক সময়ের নীল ছবির নায়িকা সানি লিওন এখন বলিউড অভিনেত্রী। অভিনয়ের বাইরেও নানা কারণে আলোচনায় আসেন তিনি। অতীতে নীল ছবিতে অভিনয় করলেও ইদানীং নানা সামাজিক কাজে দেখা যায় তাকে। এবার এক ক্যান্সার সচেতনতা অনুষ্ঠানে সেই রোগে নিজের বাবাকে হারানোর কথা জানালেন তিনি।

সানি লিওন বলেন, ‘ক্যান্সারের মতো রোগে আমি বাবাকে হারিয়েছি। এই রোগকে খুব কাছ থেকে দেখেছি। তাই সকলের মধ্যে ক্যান্সার নিয়ে আমি সচেতনতা বাড়াতে চাই।’

এ বলিউড অভিনেত্রী বলেন, ‘২০১০ সালে ক্যানসারে বাবাকে হারিয়েছি। সেই সময়টা খুবই কঠিন ছিল।’

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, ক্যান্সার সচেতনতায় আয়োজিত ওই অনুষ্ঠানে নিজের আঁকা বেশ কিছু ছবিও নিলামে তোলেন সানি লিওন। ছবি বিক্রির পুরো টাকাই তিনি ক্যান্সার নিয়ে গবেষণা ও রোগীদের চিকিৎসার জন্য বিশেষ তহবিলে দান করেন।

সানি বলেন, ‘যারা আজ আমাদের সঙ্গে আর নেই, তাদের স্মৃতির উদ্দেশে এই প্রচেষ্টা। আমার তুলির প্রতিটা টানে আমি তোমাদের কথা ভেবেছি।’

Comment here