খালেদা জিয়ার মুক্তিতে মানবিকের সঙ্গে আইনের ব্যাপারটিও দেখতে হবে :কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

খালেদা জিয়ার মুক্তিতে মানবিকের সঙ্গে আইনের ব্যাপারটিও দেখতে হবে :কাদের

গাজীপুর প্রতিনিধি : খালেদা জিয়ার জামিনে মুক্তির মানবিক বিষয়টি যেমন দেখতে হবে আইনগত ব্যাপারটিও দেখতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে গাজীপুরের খাড়াজোড়া এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নির্মণাধীন ফ্লাইওভার পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার বয়স হয়েছে, এই বয়সে শরীর একেবারে সুস্থ-সবল থাকবে এমন কথা নয়। খালেদা জিয়ার চিকিৎসায় একটি চিকিৎসক টিম আছে, বোর্ড আছে। তারা পরীক্ষা-নীরিক্ষা করে দেখেন। খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে বিএনপি যা বলে তাদের সঙ্গে চিকিৎসকদের যে রিপোর্টের কোনো মিল নেই। তার মানবিক বিষয়টি যেমন দেখতে হবে আইনগত ব্যাপারটিও দেখতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আইনগত বিষয়টি সরকারের হাতে নয়। তিনি যদি আদলত থেকে জামিন পান এবং চিকিৎসকদের পরামর্শ মতে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার মতো অবস্থা হয়, সেটি পরবর্তীতে বিবেচনা করা যাবে। তাদের এমপিরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, আমার মাধ্যমেও সরকারের উচ্চ পর্যায়ে এটি বিবেচনার কথা বলেছেন। আমি গতকাল বিমান বন্দরে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি কিন্তু এ পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো (রেসপন্স) সাড়া পাইনি, সিদ্ধান্ত পাইনি।’

সারা দেশে শুদ্ধি অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এই অভিযান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়। অপরাধী এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের একটি চক্র বাংলাদেশে রয়েছে যেটা ভেঙে দিতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন এবং এই অভিযান শুরু করেছেন আপন ঘর থেকে। যারা অপরাধী, যেখানে অপরাধী, লুটপাট, টেন্ডারবাজি সেখানে এ অভিযান চলবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। দিল্লী যাওয়ার আগেও তিনি বলে গেছেন, এই অভিযান শিথিল হবে না, এই অ্যাকশন প্রোগ্রাম চলতে থাকবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন প্রমুখ।

Comment here