মোঃ আওয়াল হোসেন বেনাপোল প্রতিনিধি : বেনাপোল যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ৮টি স্বর্ণের বার সহ রবিউল ইসলাম জামির (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে ৪৯বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
বুধবার (১৩ নভেম্বর) সকাল৮ টার সময় তাকে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে আটক করা হয়।
আটককৃত জামির যশোর কোতয়ালী থানার লোন পাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে।
স্বর্ণ বার নিয়ে বেনাপোলের উদ্দেশে সিএনজি করে আসার সময় আমড়াখালি বিজিবি চেকপোস্টে তাকে সন্দেহ হলে পাকা রাস্থার উপর থেকে তাকে আটক করে।
৪৯ বিজিবি আমড়াখালি চেকপোস্ট হাবিলদার শফিকুল ইসলাম এর নেতৃত্বে ৮পিচ স্বর্ণ বার সহ আসামীকে আটক করা হয়।

তিনি বলেন আসামী কে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে প্যান্টের বেল্টের মধ্যে থেকে ৮পিচ স্বর্ণ বার পাওয়া যায়। আটকৃত স্বর্ণ বারের ওজন (৮০০)গ্রাম যার আনুমানিক বাজার মূল্য ৩২লাখ টাকা।
আটককৃত আসামী এবং স্বর্ণ বার সহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Comment here