নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে চাকা ফেটে পিকআপ ভ্যান উল্টে সড়কের পাশের খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার টুমচর গ্রামের রফিক (৫০), সমসেরাবাদ এলাকার খোরশেদ (৩৫) ও আবিনগর গ্রামের মফিজ (৪৫)। পিকআপ ভ্যানে থাকা সবাই নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (এসআই) মো. কাওছারুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পিকআপটি উদ্ধারের চেষ্টা চলছে।’
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শ্রমিকরা জানান, সকালে তারা শহরের মিয়া রাস্তা নামক এলাকা থেকে চন্দ্রগঞ্জ যাওয়ার জন্য ঢালাই মেশিন নিয়ে পিকআপে ওঠেন। পথিমধ্যে হঠাৎ গাড়ির চাকা ফেটে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তিন শ্রমিক নিহত ও অন্তত ১২ জন আহত হন।
Comment here