আজকের মধ্যে অধিকাংশ গ্রাহক পাবেন ব্রডব্যান্ড ইন্টারনেট - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আজকের মধ্যে অধিকাংশ গ্রাহক পাবেন ব্রডব্যান্ড ইন্টারনেট

দেশের বেশিরভাগ গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাবেন বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক। আজ বুধবার সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

আইএসপিএবি সভাপতি বলেন, ‘আমরা সব লাইন চালু করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি বেশিরভাগে গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পেয়ে যাবেন।’

সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে আগে গত বুধবার রাত থেকে সারাদেশে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। পরদিন বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেটও। এরপর থেকে ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সারাদেশ। পরে গতকাল মঙ্গলবার রাত থেকে সীমিত আকারে ব্রডব্যান্ড চালু করে সরকার।

কিছু এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করা যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না জিমেইলসহ গুগলের অন্যান্য পরিষেবাও।

Comment here