নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোপীবাগ-দিলকুশা এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দক্ষিণ সিটি করপোরেশনে ধানের শীষের মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের সমর্থকদের ওপর আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন।
আজ দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে আধাঘণ্টা ধরে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে নেয়।
ইশরাকের মিডিয়া সেলের প্রধান খুরশীদ আলম জানান, সকাল সাড়ে ১১টায় প্রচারণা শুরু করে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে দিয়ে গণসংযোগের সময় রাস্তার দুপাশ থেকে বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।
এরপর প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে দুইগ্রুপের ইটপাটকেল নিক্ষেপ ও রড- লাঠিসোটা নিয়ে সংঘর্ষ চলে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের চোখে পড়েনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে প্রায় আধা ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে পরিস্থিতি শান্ত হয়।
তাৎক্ষণিকভাবে এক প্রতিক্রিয়ায় ইশরাক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করছিলাম, হঠাৎ আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় গুলির শব্দও শুনেছি। তবে এসব হামলায় ভীত নই। আমরা আমাদের শান্তিপূর্ণ গণসংযোগ চালিয়ে যাব।’
Comment here