সারাদেশ

ঈদের ছুটি শেষে শনিবার থেকে ঘুরবে মেট্রোরেলের চাকা

ঈদুল ফিতরের দিন বন্ধ রাখা হয়েছিল মেট্রোরেল চলাচল। আবার ঈদের পরের দিন মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন মেট্রোরেল বন্ধ রয়েছে। আগামীকাল শনিবার থেকে আবারও ঘুরবে মেট্রোরেলের চাকা।তবে চলবে আগের নিয়মে, রমজানে যে এক ঘণ্টা বাড়ানো হয়েছিল, সেটি আর থাকছে না।

মেট্রোরেল পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক অবশ্য সে কথা আগেই জানিয়েছিলেন। রমজান উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময় শেষের এক ঘণ্টা বাড়ানো হয়। সর্বশেষ ট্রেনটি ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিট মতিঝিল থেকে ছেড়েছে। এখন থেকে আগের সময়সূচিতেই চলবে মেট্রোরেল, অর্থাৎ মতিঝিল থেকে শেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮টা ৪০ মিনিটে।

ডিএমটিসিএলের উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, রমজান মাসের প্রথম দিকে মেট্রোরেলে প্রতিদিন গড়ে ২ লাখ ৪০ থেকে ৪৫ হাজার যাত্রী চলাচল করেছে। রমজানের আগে এ সংখ্যা ছিল ২ লাখ ৯৫ হাজারের মতো। ১৬ রমজান থেকে মেট্রোরেলের চলাচল এক ঘণ্টা বাড়ানোর পর যাত্রীর সংখ্যা বেড়েছে। ওই সময় গড়ে ২ লাখ ৯০ হাজার আবার কোনো কোনো দিন তিন লাখ করে যাত্রী চলাচল করেছে।

Comment here

Facebook Share