মুজিববর্ষ উপলক্ষে আসছে ২০০ টাকার নোট - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মুজিববর্ষ উপলক্ষে আসছে ২০০ টাকার নোট

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে প্রথমবারের মতন ২০০ টাকার নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। জাতির পিতার ১০০তম জন্মদিনকে স্মরনীয় করে রাখতেই এই উদ্যোগ বেয়া হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যংকের পরিচালক সিরাজুল ইসলাম জানান, বাজারে প্রচলিত নোটগুলোর মতই ২’শ টাকার নোট ছাড়া হবে। আগামী মাস থেকে পাওয়া যাবে স্মারক ও প্রচলিত দুই ক্যাটাগরির নোট। তবে ২’শ টাকার নিয়মিত নোট বাজারে পেতে হলে ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এছাড়াও জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্বর্ন ও রুপার স্মারক মুদ্রা বাজারে ছাড়া হবে বলে জানা গিয়েছে।

সিরাজুল ইসলাম আরও জানান, ২’শ টাকার নটগুলোর উপর ‘মুজিববর্ষ উপলক্ষে বিশেষ নোট’কথাটি লেখা থাকবে। ২০২১ সালে বাজারে যে সব নিয়মিত ২০০ টাকার নোট আসবে সেগুলোর গায়ে এই কথা লেখা থাকবে না।

১০০ টাকা মূল্যমানের ১০৫০টি স্বর্নমুদ্রা হবে, একই দামের রৌপ্যমুদ্রা হবে ৫০০০ টি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী সরকার বিভিন্ন আয়জন করেছে। মুদ্রার এই নতুনত্ব তারই একটা অংশ।

Comment here