জাতীয়

এবার রাস্তা ভালো, যানজটের কোনো কারণ নেই : কাদের

ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হবে না বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার রাস্তা ভালো, তাই যানজট তৈরি হবে না বলেও জানান তিনি।

আজ শনিবার সকালে মহাখালী বাস টার্মিনালে মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হবে না। যদি বৃষ্টি হয়, তবে সড়কে যানবাহনের গতি একটু কমে যেতে পারে। কিন্তু স্থবির হবে না।’

এ ছাড়া সড়কে চাঁদাবাজির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। অন্যবারের চেয়ে এবার ঈদযাত্রা নির্বিঘ্নে হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

স্বস্তিদায়ক এই যাত্রা ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদ পর্যন্ত এই স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে এবং ঈদের পরেও কর্মস্থলে ফিরে আসায় কোনো অসুবিধা নেই। এবার রাস্তা ভালো। সড়ক-মহাসড়কে যানজটের কোনো কারণ নেই।

Comment here

Facebook Share