বিনোদন ডেস্ক : ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর জানান অমিতাভ। তিনি লেখেন- ‘ আজ (শনিবার) সন্ধ্যায় আমি করোনা পজিটিভ শনাক্ত হয়েছি। হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমার পরিবারের সবাই নমুনা পরীক্ষা করেছেন। রিপোর্টের অপেক্ষায় আছি।’
পোস্টে তিনি আরও লেখেন- গত ১০ দিনে আমার সংস্পর্শে বা কাছাকাছি যারা এসেছেন, তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষা করার জন্য অনুরোধ করছি।
এর আগে গত বছরের অক্টোবরেও এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ। তখন জানানো হয়েছিল, রুটিন চেক-আপের জন্যই তিনি ভর্তি হন। তার শরীর ঠিক আছে।
অমিতাভকে শেষবার দেখা গিয়েছে সুজিৎ সরকারের সিনেমা ‘গুলাবো সিতাবো’য়। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। লকডাউনের জেরে চলচ্চিত্রটি হলে মুক্তি পায়নি। আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিনেমাটি।
Comment here