শিক্ষাঙ্গন

করোনায় জবি শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিবে ন্যাশনাল মেডিকেল ও বিএসএমএমইউ

জবি প্রতিনিধি: করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বা ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে সাধারণ জ্বর, কাশি হলেও বিনামূল্যে চিকিৎসা ও টেস্ট করাতে পারবেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান ও শিক্ষক সমিতির সভাপতি ড. নুরে আলম আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিশেষ ইউনিট ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিনামূল্যে করোনা ও জ্বর-কাশির চিকিৎসা পাবে। দুই হাসপাতালের সাথেই আমাদের কথা হয়েছে। তারা আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে অালম অাব্দুল্লাহ্ বলেন, কোনো শিক্ষার্থী অসুস্থতা বোধ করলে যাতে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করবো। এক্ষেত্রে তিনি নিজের মুঠোফোন (০১৭১৩২২৮৬৪০) নাম্বারে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম (০১৫৫২৩২৬২১৭) এর নাম্বারে যোগাযোগ করতে বলেন।

Comment here

Facebook Share