রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী আদালতে মামলা করলে গতকাল শুক্রবার রাতে আদালতের নির্দেশে রাজবাড়ী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের আলাউদ্দিন মোল্লাকে (৪০) আসামি করা হয়েছে।
মামলায় ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করেছেন, কিছুদিন ধরে আলাউদ্দিন তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি হননি। এরপর গত ১৪ মার্চ রাত ১১টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এই সুযোগে আলাউদ্দিন তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন।
এরপর ওই নারী ঘরে প্রবেশ করা মাত্রই আলাউদ্দিন ওড়না দিয়ে তার হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে বেড়া ভেঙে পালিয়ে যান আলাউদ্দিন। এ ঘটনায় তিনি গত রোববার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করেন।
রাজবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের বলেন, আদালতের নির্দেশে রাজবাড়ী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামি আলাউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comment here