নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার লালমোহন স্ট্রিটে ক্যাসিনোবিরোধী অভিযানে পাঁচটি সিন্দুকভর্তি টাকা, স্বর্ণালংকার, এফডিআর ও ক্যাসিনো সামগ্রী জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৩)।
গতকাল সোমবার দিবাগত রাতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল সারোয়ার বিন কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে ক্যাসিনোবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পাঁচ কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার জব্দ করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক।
Comment here