নিজস্ব প্রতিবেদক :ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হওয়া খালেদ মাহমুদ ভুঁইয়ার ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ উল্লাহ খানকে (৪২) গ্রেপ্তার করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইমের ইকোনমিক ক্রাইম স্কোয়াড টিম।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি মোহাম্মদ উল্লাহ খান ওরফে মোহাম্মদ আলীকে (৪২) ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শারমিন জাহান জানান, মতিঝিলের ইয়ংমেন্স ক্লাবের অবৈধ ক্যাসিনো ব্যবসা পরিচালনাকারী আসামি খালেদ মাহমুদ ভুঁইয়ার ঘনিষ্ঠ সহচর হিসেবে মোহাম্মদ উল্লাহ খান দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। খালেদ মাহমুদ ভূঁইয়া গ্রেপ্তার হওয়ার পর সে গা ঢাকা দিয়েছিল।
সিআইডি জানায়, খালেদের অপরাধলব্ধ আয়ের সার্বিক হিসাব নিকাশ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ করতো মোহাম্মদ আলী। সে খালেদ মাহমুদ ভুঁইয়ার মালিকানাধীন ভূঁইয়া অ্যান্ড ভূঁইয়া ডেভেলপার লিমিটেডের জিএম হিসেবে নিয়োজিত ছিল।
মোহাম্মদ উল্লাহ গতকাল ২৫ ডিসেম্বর আদালতে খালেদের টেন্ডারবাজিসহ যাবতীয় অপরাধলব্ধ আয়ের উৎস, গন্তব্য ও ব্যবহার সম্পর্কে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলেও জানিয়েছে সিআইডি।
Comment here