রাশেদ ইসলাম গাজিপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় চাইনিজ কুড়ালসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। কিশোর গ্যাংয়ের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ এলাকায় জাহিদ হাসান রনি নামের এক কিশোরকে মোটরসাইকেলসহ গতিরোধ করে অপহরণের চেষ্টা চালায়।
জানাযায়, উপজেলার সূর্য্যনারায়নপুর গ্রামের জামান মিয়ার বিএ অনার্স পড়ুয়া পুত্র জাহিদ হাসান রনি (২২) মঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়া বাজার থেকে বাড়ি ফিরার পথে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য তার গতিরোধ করে। তারা মোটরসাইকেলসহ রনিকে হত্যার উদ্দেশ্যে নির্জনস্থানে নিয়ে যাবার চেষ্টা চালায়। এ সময় কিছুলোকের জটলা দেখে থানার এসআই রাসেল কবির ঘটনাস্থলে হানাদিয়ে কাপাসিয়া উত্তর পাড়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র মোঃ ফয়সাল (২১), খোদাদিয়া গ্রামের দুলাল মিয়ার পুত্র নাঈম (২০) ও কাপাসিয়া মধ্যপাড়া গ্রামের মৃত মনির হোসেনের পুত্র শাহ্জালাল (২৪) কে একটি চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করে। রনির পিতা জামান জানান, সূর্য্যনারায়নপুর গ্রামের প্রতিবেশী রফিক মোল্লার সাথে তার জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছে। তার সাথে না পেরে রফিকের সন্ত্রাসী পুত্র জুয়েল কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে রনিকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করার চেষ্টা চালায়।
কাপাসিয়া থানার এসআই রাসেল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় একটি বিশেষ কাজে যাবার সময় ঘটনাস্থলে কিছু সংখ্যক লোকের জটলা এবং মোটরসাইকেলসহ একটি ছেলেকে টানাহেঁচড়া করছে দেখতে পাই। এসময় ধাওয়া দিয়ে তিন কিশোরকে আটক করি। পরে তল্লাসী করে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। জাহিদ হাসান রনি বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের বুধবার সকালে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে।
Comment here