গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় রেস্তোরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বোর্ড বাজারের বাংলার রাধুনী ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হোটেল দুটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বোর্ড বাজারের বাংলার রাধুনী ও তৃপ্তি হোটেলে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এ সময় হোটেল দুটির একাংশ ধসে যায়। এতে রেস্তোরার ভিতরে থাকা অন্তত ১৭ দগ্ধ হন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যান। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাজীপুরের তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনাটি ঘটেছে কি-না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। বিস্ফোরণে রেস্তোরা দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, রাধুনী হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
Comment here