লাইফস্টাইল

ঢাকা-দার্জিলিং-সিকিম বাস চালু হচ্ছে

অনলাইন ডেস্ক : ঢাকা থেকে বাসেই যাওয়া যাবে দার্জিলিং ও সিকিম। এই প্রথমবার ঢাকা-দার্জিলিং-সিকিমে বাসে যাত্রার সুযোগ পাবেন দুই বাংলার পর্যটকরা। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১২ ডিসেম্বর থেকে বাংলাদেশ-ভারতের এই নতুন রুটে বাস চলাচল শুরু হতে চলেছে।

ভারতের সংবাদমাধ্যম এই সময় বলছে, ১২ ডিসেম্বর শুরু হবে এই রুটের বাসের ট্রায়াল রান। এর ওপর নির্ধারণ হবে এই রুটে বাস চলাচল কতটা নিয়মিতভাবে সম্ভব। ট্রায়াল সফল হলেই ঢাকা থেকে পর্যটকরা সরাসরি সিকিম বা দার্জিলিং যেতে পারবেন। একইভাবে ঢাকা আসতে পারবেন সিকিম বা দার্জিলিংয়ের মানুষ।

প্রসঙ্গত, সড়কপথে ঢাকা থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় ৫৫০ কিলোমিটার। আর ঢাকা থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের দূরত্ব প্রায় ৬৫০ কিলোমিটার।

জানা গেছে, ১২ ডিসেম্বর বাংলাদেশের সীমানা পেরিয়ে প্রথমে শিলিগুড়ি পৌঁছবে ট্রায়াল বাসগুলি। রাতে সেখানে বিরতির পর ১৩ ডিসেম্বর রওনা দেবে দার্জিলিং। ১৪ ডিসেম্বর থেকে পাহাড়ি পথে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছবে বাস। পরেরদিন গ্যাংকটে কাটিয়ে ১৬ ডিসেম্বর ফের ঢাকার পথে রওনা দেবে। ট্রায়াল-বাসে থাকবেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্তারা।

Comment here

Facebook Share