ঢাকা মহানগর উত্তর আ.লীগের মহিলাবিষয়ক সম্পাদক হলেন তুহিন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

ঢাকা মহানগর উত্তর আ.লীগের মহিলাবিষয়ক সম্পাদক হলেন তুহিন

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে মহিলাবিষয়ক সম্পাদক করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে তাকে এই পদ দেওয়া হয়েছে বলে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাবিনা আক্তার তুহিনকে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে দ্বায়িত্ব পালনে সচেষ্ট এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখার কথা বলা হয়।

জানতে চাইলে সাবিনা আক্তার তুহিন আমাদের সময়কে বলেন, ‘দুঃসময়ে দলে ছিলাম। সুদিনেও আছি। আমৃত্যু এই দলের সঙ্গেই থাকব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে অতীতেও মূল্যায়ন করেছেন, এবারও করলেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। একইসঙ্গে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে চাই- তার এই মূল্যায়ন রক্ষা করতে আমৃত্যু চেষ্টা করব।’

Comment here