নিজস্ব প্রতিবেদক : ময়মনমনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের লালমা গ্রামের মৎস চাষী মোহাম্মদ আলীর ফিসারীতে শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। চাষী মোহাম্মদ আলী জানান, গত ৩ বছর ধরে তার এক একর জমিতে মোট ৩ টি পুকুরে তিনি শিং ও পাবদা মাছের চাষ করে আসছিলেন।
এইবার তিনি দেড় লাখ শিং মাছ, ৭৫ হাজার পাবদা মাছ এবং অসংখ্য বাংলা মাছের চাষ করেন।তিনি আরও জানান যে, প্রতিটি বাংলা মাছ গড়ে ৩ কেজি ও শিং মাছ গুলো ২৪ টায় এক কেজি হয়েছিল। ভোর রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে।এই ঘটনা শোনে তাৎক্ষণিক বিসকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।তাছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকির আহমেদ বাবুল, আওয়ামীলীগ নেতা রহুল আমিন ও এস আই শাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান বলেন, পুকুরে বিষ প্রয়োগের আলামত পাওয়া গেছে। এই ধরনের অমানবিক কাজ কে বা কারা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Comment here