দুই উৎসবে জয়া আহসান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢালিউডবিনোদন

দুই উৎসবে জয়া আহসান

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের পাশাপাশি ভারতেও বেশ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায়ই সমানতালে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের এই অভিনেত্রী। এবার জয়া অভিনীত কলকাতার ছবি ‘বিনিসুতোয়’ নির্বাচিত হয়েছে ২৪তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। অতনু ঘোষ পরিচালিত এই ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।

জানা গেছে, আগামী ৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত থিরুভানান্থাপুরামে অনুষ্ঠিত হবে কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতি বছর এই উৎসবে ‘ইন্ডিয়ান সিনেমা নাও’ বিভাগে বিভিন্ন ভাষার সেরা সাতটি ভারতীয় ছবি মনোনয়ন পায়। এ বছর উৎসবে ‘বিনিসুতোয়’র পাশাপাশি আরও সুযোগ পেয়েছে ‘হেল্লারো’ (গুজরাটি), ‘মাই ঘাট’ (মারাঠি), ‘লেওদুহ’ (খাসি), ‘দ্য ফিউনেরাল’ (হিন্দি), ‘আনন্দি গোপাল’ (মারাঠি) ও ‘অ্যাক্সোন’ (হিন্দি)।

‘বিনিসুতোয়’ ছবিতে জয়ার পাশাপাশি আরও অভিনয় চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।

এদিকে, আগামী ২০ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ৫০তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় অংশ নিচ্ছে জয়া অভিনীত ‘এক যে ছিল রাজা’ ছবিটি। এতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, অঞ্জন দত্ত, অপর্ণা সেন প্রমুখ।

বাংলাদেশের গাজীপুরের ভাওয়াল সন্ন্যাসীর জীবনের ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এতে ভাওয়াল রাজার চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। তার স্ত্রী চরিত্রে দেখা যাবে রাজনন্দিনী পালকে আর বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

Comment here