সারাদেশ

দেড় লাখ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকার জন্য দেড় লাখ মানুষ নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন পর্যন্ত দেড় লাখ মানুষ করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছেন। প্রথম দিকে নিবন্ধনের সংখ্যা কম থাকলেও এখন বেড়েছে।’

জাহিদ মালেক জানান, রাজধানীর ৪৩টি হাসপাতালে ৩৫৪টি বুথে টিকা কার্যক্রম চলবে। মন্ত্রীদের জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা চাইলে সেখানে নিতে পারবেন অথবা নিজ নির্বাচনী এলাকাতে টিকা নিতে পারবেন।

 

Comment here

Facebook Share