সারাদেশ

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলঃ  নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টহয়ে জাহিদুল শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নড়াইলের লোহাগড়ায় উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের পাখী শেকের ছেলে। সোমবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,জাহিদুল সকালে নিজের নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ করছিলেন। একপর্যায়ে ফ্রিজের উপর টিভি সেট করতে গিয়ে ফ্রিজ থেকে তার গায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।

 

এ সময় জাহিদুলের স্ত্রী দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে। এর আগেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নিহত জাহিদুলের তিন বছরের ১ ছেলে রয়েছে।

Comment here

Facebook Share