নড়াইলের পল্লীতে সৎ মেয়েকে যৌন নিপীড়নের দায়ে বাবা গ্রেফতার!! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নড়াইলের পল্লীতে সৎ মেয়েকে যৌন নিপীড়নের দায়ে বাবা গ্রেফতার!!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের কোলা গ্রামে গফফার বিশ্বাস (৭০) কে তার সৎ মেয়ে ১৫/ কে যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১ টা ৩০ মিনিটের সময় গফফার বিশ্বাসের নিজ বাড়ি কোলা গ্রামে এই যৌন নিপীড়নের ঘটনা ঘটে।

 

এর পর কিশোরীর মা ও ঘটনাটি দেখে ফেলে এবং কিশোরী ও সব ঘটনা তার মাকে খুলে বলেন। তখন কিশোরীর মা নড়াইলের লোহাগড়া থানায় জানালে পুলিশ ঘটনা স্থলে যেয়ে গফফার বিশ্বাস ৭০/কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সৎ মেয়ে নিজে বাদী হয়ে সৎ বাবা গফফার বিশ্বাস ৭০/ কে সামী করে  থানায় মামলা করেন।

 

নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমানের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ১১/২/২০২১ তারিখ: বৃহস্পতিবার আসামী গফফার বিশ্বাসের নামে মামলা দায়ের করা হয়েছে, তাকে অাদালতে প্রেরন করা হবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Comment here