পাইলট কীভাবে বিমানবন্দর ছাড়লেন, জানতে কমিটি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

পাইলট কীভাবে বিমানবন্দর ছাড়লেন, জানতে কমিটি

পাসপোর্ট ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর কাতারে যাওয়ার ঘটনা তদন্তে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ এই তদন্ত কমিটি গঠন করেছে।

চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আজহারুল হককে। অপর তিন সদস্য হলেন যুগ্ম সচিব হেলাল মাহমুদ শরীফ, পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু ও পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ শাহরিয়ার আলম।

এই তদন্ত কমিটি পাইলট কীভাবে পাসপোর্ট ছাড়া হজরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করলেন, তা উদঘাটন করবে। এর পেছনে কর্মকর্তা-কর্মচারীদের দায়দায়িত্ব নিরূপণ করবে। এ ছাড়া এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কী করা যায়, সে ব্যাপারে কমিটি সুপারিশ করবে।

Comment here