মিনহাজ পারভেজ,পাটগ্রাম প্রতিনিধি : উত্তর জনপদের মেধাবী ব্যক্তিত্ব সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড এমডি মোঃ আতাউর রহমানের ব্যক্তিগত অর্থায়নে পাটগ্রাম উপজেলার ৮ টি ইউনিয়নের কর্মহীন শ্রমজীবি ৮ শত পরিবারে  মাঝে  খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে ।
প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাউল, ১ কেজি মুশুর ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১টি সাবান ও ২০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার সহ প্যাকেট তৈরি করা হয়।
সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড এমডি  মোঃ আতাউর রহমান প্রধান এর পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী কর্মহীন শ্রমজীবি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মো: মশিউর রহমান, সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান খন্দকার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,  সোনালী ব্যাংক পাটগ্রাম শাখার ম্যানেজার মোঃ আসাদুজ্জামান ও বুড়িমারী  শাখার ম্যানেজার মো:মতিউজ্জামান।
উপস্থিত কর্মহীন শ্রমজীবি মানুষগুলো খাদ্য সামগ্রী হতে পেয়ে অনেকটা আনন্দিত হয়ে সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড এমডি মো: আতাউর রহমানের  দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতনমহল ও স্থানীয় সকল পেশাশ্রেণীর ব্যক্তিবৃন্দ।
				 
            

 
                                 
                                
Comment here