মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মেজর (অব.) ব্যারিস্টার এম. সরোয়ার হোসেনকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।
বৃহস্পতিবার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠানো এক চিঠিতে ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় আইনের ধারা ১৮ (১) (জ) অনুযায়ী ইউজিসির চেয়ারম্যানের মনোনীত সদস্য হিসেবে ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন সিন্ডিকেটের দায়িত্ব পালন করবেন।
ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন ১৮তম লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন এবং অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি মেজর পদবীতে থাকা অবস্থায় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। সামরিক জীবনের শৃঙ্খলা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পরবর্তীতে আইন পেশায় যোগ দেন এবং দেশে-বিদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের চারটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তিনি বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেন।
উল্লেখ্য, ব্যারিস্টার সরোয়ার হোসেন আইন পেশায় একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দেশ-বিদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা প্রশংসিত। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে তার এই অর্জন পিরোজপুর জেলার জন্য অত্যান্ত গৌরবের বিষয়।
Comment here