শিবাঙ্গী সিংহ, কলকাতা: প্রয়াত হলেন টিভি অভিনেতা নীতেশ পান্ডে। ৫১ বছর বয়সে থমকে গেলো তার জীবন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে বিনোদন জগৎ সহ তার অনুগামীদের মধ্যে।
প্রসঙ্গত, ইটাইমসের রিপোর্ট মোতাবেক, রাত দুটোর সময় হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন অভিনেতা নীতেশ। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। বলিউডের খান ভাইদের ছবিতে অভিনয় করেছেন নীতেশ। বড়ো পর্দায় তার প্রথম সিনেমা হল বাজি। এরপর খোসলাকা ঘোসলা, ওম শান্তি ওম, দাবাং ২, মিকি ভাইরাস, শাদি কে সাইড এফেক্টস, রঙ্গুন, বাধাই দো। নীতেশেকর আচমকা মৃত্যুতে দুঃখে ভেঙে পড়েছে তার পরিবার।
Comment here