নিজস্ব প্রতিবেদক,বগুড়া : রাজশাহী বিভাগের মধ্যে করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে বগুড়ায়। জেলাটিতে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ আরও ৯৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত এক হাজার ১৩৫ জনে দাঁড়িয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৬৫ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে বগুড়ার ৭০টি নমুনার ফলাফলে ৩৩ জন মিলিয়ে মোট ৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন ৯৮ জনের মধ্যে পুরুষ ৫৮ জন, ৩০ জন মহিলা ও ১০ জন শিশু রয়েছেন।
তিনি জানান, এ ৯৮ জনের মধ্যে সদরেরই ৫৬ জন। অন্যান্য উপজেলার মধ্যে সারিয়াকান্দিতে একই পরিবারের চারজনসহ ২২ জন, আদমদীঘিতে পাঁচজন, কাহালুতে চারজন, শিবগঞ্জে চারজন, শাজাহানপুরে দুইজন, গাবতলীতে দুইজন, ধুনটে দুইজন এবং শেরপুরে একজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
Comment here