বিএনপির সমাবেশের আগে রংপুরেও পরিবহন ধর্মঘটের ডাক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বিএনপির সমাবেশের আগে রংপুরেও পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক :রংপুরে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে জেলা মোটর মালিক সমিতি। আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়ে চলবে শনিবার রাত পর্যন্ত। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক।

এখনো আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা না দেওয়া হলেও এ সংক্রান্ত চিঠি জেলা মোটর মালিক সমিতির নেতাদের কাছে পাঠানো হয়েছে। মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে এতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আগামী শনবিার রংপুরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। বিভিন্ন মাধ্যমে চালানো হচ্ছে প্রচারণা।

 

 

এদিকে, আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। বরিশালে আগামী ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক গ্রুপ।

এর আগে বিএনপির খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশের আগেও ধর্মঘট ডেকেছিলেন ওই দুই বিভাগের বিভিন্ন জেলার বাস মালিকদের সংগঠন।

 

Comment here