মার্কিন ভিসানীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার দুপুরে সিলেটে ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ভিসানীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ তারা (মার্কিন যুক্তরাষ্ট্র) খুব আগ্রহী যেন বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের দেশে যায়। তাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের ফির ওপর নির্ভরশীল।’
মার্কিন ভিসানীতি সরকার চাপ অনুভব করছে না জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, ‘সরকার কোনো চাপ অনুভব করছে না। কারণ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অঙ্গীকারাবদ্ধ।’
তিনি বলেন, ‘আমাদের স্বাধীন নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন সেই নির্বাচন করবে এবং সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পরবর্তী সরকার নির্বাচন করবে।’
Comment here