স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ(দক্ষিণ)।
বুধবার (১৭জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দক্ষিণ পাশে মির্জাপুরের বাওয়ার কুমারজানী(মধ্যপাড়া)এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেরে আরো দু’জন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীর নাম-আনিসুর রহমান(৪৮),পিতা-মৃত.মীর জহিরুল ইসলাম,সাং-বাওয়ার কুমারজানী(মধ্যপাড়া),থানা-মির্ জাপুর,জেলা-টাঙ্গাইল।
আটক করে জিজ্ঞাসাবাদে সে পালিয়ে যাওয়া দুই জনের নাম প্রকাশ করে।তারা হলেন-মীর হাবিবুর রহমান হাবিব,পিতা-আনিসুর রহমান,সাং-বাওয়ার কুমারজানী,এবং মো:জুলহাস মিয়া(৪৫),পিতা-মৃত.আলাল মিয়া,সাং-ইউনিয়ন পাড়া,উভয় থানা-মির্জাপুর,জেলা-টাঙ্গাইল।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি দক্ষিণ অফিসের ইনর্চাজ শ্যামল কুমার দত্ত পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল মির্জাপুর থানাধীন মো:আব্বাস আলী খানের ভাড়াটিয়া আনিসুর রহমানের বসত ঘরের ভিতর থেকে বালিশের ভিতর নীল রংয়ের সাদা পলিথিনের মধ্যে ৩৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশ।
Comment here