মুজিববর্ষের বিরোধিতা করছে বিএনপি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

মুজিববর্ষের বিরোধিতা করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : ‘মুজিববর্ষে’র আয়োজনের বিরুদ্ধে বিএনপি ‘ষড়যন্ত্র-অপতৎপরতা চালাচ্ছে’ অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আসার বিরোধিতা করা সেই তৎপরতার উপলক্ষ। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা আজকে দেখছি নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে একটি মহল এবং বিএনপি তাদের উসকানি দিচ্ছে বিশৃঙ্খলা তৈরির জন্য। তারা কিসের অশুভ লক্ষণ দেখতে পাচ্ছে জানি না। আসলে মুজিববর্ষকে সামনে রেখে বাংলাদেশসহ সারা পৃথিবীতে যে বর্ণাঢ্য আয়োজন এবং জনগণের মধ্যে ঐক্যবদ্ধ আবহ বিরাজ করছে এটা বিএনপি এবং তার দোসরদের সহ্য হচ্ছে না। এজন্য তারা মোদির বিরোধিতার নামে আজকে মুজিববর্ষের বিরোধিতায় অবতীর্ণ হয়েছে। আসলে নরেন্দ্র মোদির আগমন নয়, মুজিববর্ষ হচ্ছে তাদের আক্রমণের টার্গেট। এই অপতৎপরতাকে আমাদের প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।

মুজিববর্ষকে সামনে রেখে দেশে সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতার শুরু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আজকে মির্জা ফখরুল এবং তাদের দোসররা যে প্রপাগান্ডা এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, তাদের লক্ষ্য হচ্ছে মুজিববর্ষ উপলক্ষ নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি মুক্তিযুদ্ধে আমাদের মিত্র দেশ ভারতের জনপ্রতিনিধি হিসেবে এ দেশে আসছেন। তার আসার প্রেক্ষাপট দিল্লির সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়।

মুজিববর্ষের অনুষ্ঠান বিনয় এবং আদর্শের চেতনা নিয়ে উদযাপনের জন্য নেতাকর্মীদের দলীয় প্রধানের দিকনির্দেশনার কথা জানিয়ে কাদের বলেন, কোনো বাড়াবাড়ি করা যাবে না। চাঁদাবাজির দোকান যেন কেউ খুলতে না পারে, আমরা যেন বঙ্গবন্ধুকে ছোট না করি।

পরে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, ঢাকার নবনির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করে ওবায়দুল কাদের। সেখানে মুজিববর্ষের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।

Comment here