মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর প্রতিনিধি) : ময়মনসিংহের ফুলপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফুলপুর অফিসার্স ক্লাব মিলনায়তনে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। তিনি করোনা প্রতিরোধে ফুলপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফ আহমেদ এমপি। উক্ত সভায় উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ আব্দুল হাকিম সরকার, জেলা আওয়ামী লীগ নেতা শাহ্ কুতুব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর মেয়র মোঃ আমিনুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, উপজেলা যুবলীগ সভাপতি শশধর সেন, সাবেক মেয়র মোঃ শাজাহান, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ওবায়দুল হক, জাহাঙ্গীর আলম, সাংবাদিকসহ আরও অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলবেন। মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে করোনা ভাইরাস প্রতিরোধের বিশেষ কার্যক্রম চলছে। মহান আল্লাহপাকের ইচ্ছায় আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সফল হতে পারব… ইনশাআল্লাহ। পরে তিনি ক্ষুদ্র নৃ- গোষ্টির মাঝে সেলাই মেশিন ও অসহায় গরীবদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
Comment here