নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ থানা এলাকার একটি বাসার ময়লার বালতি থেকে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
পুলিশ জানায়, শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মধ্যে হবে। আজ সকালে হাজারীবাগের ৫৩ এনায়েতগঞ্জ লেনের বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা ওই শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে। একটি বাসার ডাস্টবিনের কাছে ময়লার বালতি থেকে ওই লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পরে এখানে ফেলা হয়েছে।
ওসি আরও জানান, নিহত শিশুটির পরিচয় জানতে এবং অপরাধীদের শনাক্ত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে।
লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।
Comment here