জয়পুরহাট (প্রতিনিধি) ইমরান:- জয়পুরহাট শহর থেকে বেশ কিছু কিলোমিটার দূরে বয়ে চলেছে যমুনার দু্ইটি শাখা একটি ছোট গ্রামের দুই পাশে । তন্মধ্যে ছোট নদীটি আজ বিলীনের মুখে।
উক্ত গ্রামের এক প্রবীণ মোঃ জহির উদ্দিন (৫৫) জানায়, এই ছোট্ট নদীটিতে আজ থেকে মাত্র ২০ বছর আগেই বয়েছে অনেক নৌকা এবং সেসময় জেলারা প্রচুর মাছ ধরেছে আনন্দের সাথে। আমাদের বাংলাদেশ নদী মাতৃকদেশ। আজ তা বলতে মনের মাঝে যেন ইতস্তত বোধ হয়। নদীটিতে এখন আর কোনো নৌকা বয়না না কোনো জল। শুধু তাই নয় মৃত নদীটি এখন কৃষকদের ফসল উৎপাদনী জমিতে পরিণত হয়েছে। সেখানকার এক কৃষক মোঃ গোলাম মোস্তফা (৪২) জানায়, তিনি গত ৫ বছর ধরে এই নদীতে ইরি ধান চাষ করে আসছেন।
গ্রামের অন্য পাশেই রয়েছে আরেকটি যমুনার শাখা সেটাও প্রায় এখন অর্ধমৃত তে পরিণত ।
				 
            


 
                                 
                                
Comment here