জাতীয়

যেকোনো পরিস্থিতির জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে গণভবন থেকে টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে সেনাবাহিনীর ৮টি ইউনিট ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কারও সঙ্গে বৈরিতা চায় না বাংলাদেশ। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি থাকতে হবে।’ সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

সকালে লেবুখালীর শেখ হাসিনা সেনানিবাসে পতাকা উত্তোলন করা হয়। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতাকা উত্তোলন অনুষ্ঠানের কুচকাওয়াজ থেকে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। দেওয়া হয় গার্ড অব অনার।

 

Comment here

Facebook Share