সারাদেশ

রাস্তায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করলেন স্বামী!

বরিশাল ব্যুরো : পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম (২৪) ওই গ্রামের মো. মনিরের স্ত্রী।

নিহত মরিয়মের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মনির তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি পাতারচর গ্রামে যাচ্ছিলেন। পথে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মরিয়মকে বেধড়ক মারধর করেন মনির। এ সময় মরিয়ম জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তখন মনির ফোন করে শ্বশুরবাড়িতে বিষয়টি জানান। এরপর তারা এসে মরিয়মকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা দায়রের প্রস্তুতি চলছে এবং ঘাতক স্বামীকে গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান ওসি।

 

Comment here

Facebook Share