রেললাইনে নাশকতায় জড়িত বিএনপি নেতাকর্মীরা: পুলিশ কমিশনার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রেললাইনে নাশকতায় জড়িত বিএনপি নেতাকর্মীরা: পুলিশ কমিশনার

দেশ ও বিদেশে আলোড়ন সৃষ্টি করতেই বিএনপির নেতাকর্মীরা গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকায় রেললাইনে নাশকতা করেছে বলে দাবি করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম।

আজ রবিবার দুপুরে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম এ কথা জানান।

রেললাইনে নাশকতার ঘটনা তুলে পুলিশ কমিশনার বলেন, বনখরিয়া এলাকায় রেললাইনে নাশকতার ঘটনায় বিএনপির সাবেক নেতা গাজীপুর সিটি করপোরেশন ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, দলীয় উচ্চপর্যায় থেকে বড় কিছু করার চাপ ছিল। বড় কোনো ঘটনা ঘটলে দেশ ও বিদেশে আলোড়ন সৃষ্টি হবে বিধায় তারা রেললাইনে নাশকতা ঘটানোর পরিকল্পনা করে।

এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক বিএনপি নেতা আজমল ভূঁইয়া, জুলকার নাইন আশরাফি হৃদয়, শাহানুর আলম, মো. সাইদুল ইসলাম, সোহেল রানা, মেহেদী হাসান ও জান্নাতুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, রেললাইনে নাশকতার এ ঘটনার মূল পরিকল্পনাকারী কাউন্সিলর আজমল ভূঁইয়া। এ ঘটনার জন্য তার বাসাসহ বিভিন্নস্থানে মিটিং হয়। মিটিংয়ে রেললাইন কেটে নাশকতা ঘটানোর সিদ্ধান্ত এবং পরিকল্পনা হয়। মিটিংয়ে আলোচনা হয় যে, দলীয় উচ্চ পর্যায় থেকে বড় কিছু করার চাপ আছে। বড় কোনো ঘটনা ঘটলে দেশ ও বিদেশে আলোড়ন সৃষ্টি হবে। এছাড়া, তাদের অন্যতম উদ্দেশ্য ছিল সরকারের বর্তমান নির্বাচনী কার্যক্রমকে বিতর্কিত করা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে বিরাজমান রাষ্ট্রীয় সুশৃংখল পরিবেশকে নষ্ট করা, জনমনে ভীতি সঞ্চার করা এবং এর মাধ্যমে দেশ ও বিদেশে ব্যাপক মিডিয়া কাভারেজ, হরতাল-অবরোধ সফল করার জন্য প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের জন্য রেললাইনকে বেছে নেওয়া হয়েছিল।

Comment here