রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

জানা গেছে, বালুখালীর ৮ নম্বর ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আরও দুটি ক্যাম্পে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস, উখিয়া পুলিশ, এপিবিএন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে অবগত করা হয়েছে।

 

Comment here