সারাদেশ

লকডাউনের মধ্যেই ঢাকামুখী মানুষের স্রোত, দেখুন ছবিতে

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের ভয় যখন বাংলাদেশকে ঝেঁকে বসেছে, তখন চাকরি বাঁচানোর জন্য, পেটের দায়ে ঢাকামুখী হয়েছেন লাখো মানুষ। তাদের অধিকাংশই পোশাকশ্রমিক।

আজ শনিবার ছুটি শেষ হওয়ায় ঢাকা অভিমুখে পোশাকশ্রমিকদের ঢল নামে। কার্যত লকডাউনে থাকা দেশের নৌপথ ও স্থলপথে দেখা যায় মানুষের ভিড়।

দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকায় যোগাযোগের দুই মাধ্যম মুন্শিগঞ্জের মাওয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায় উপচেপড়া ভিড়।

সাধারণত ফেরিতে গাড়ি পারপার করলেও এ সময় সাধারণ যাত্রীতে ফেরি পরিপূর্ণ ছিল। যেখানে করোনাভাইরাস সংক্রমণে দূরত্ব বজায় রাখার কথা সেখানে গায়ে গায়ে লেগে ফেরিতে ঘাট পাড়ি দিয়েছেন ঢাকামুখী মানুষ। যে কোনো মূল্যে তাদের ঢাকা যেতে হবে, চাকরি রক্ষা করতে হবে।

নৌপথের মতো সড়ক পথেও ছিল মানুষের ভিড়। গণপরিবহন বন্ধ থাকায় ঢাকামুখী মানুষ উঠেছে পণ্যবাহী ট্রাকে। ট্রাক ছাড়াও, পিকআপ, সিএনজি, লেগুনায় করেও ঢাকায় রওনা দিয়েছেন তারা। ট্রাক-পিকআপেও গাদাগাদি করে এসেছেন তারা।

যারা কোনো গাড়িই পাননি বা একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গাড়ি পেয়েছেন তারা অনেকেই হেটে পাড়িয়েছেন যার যার কারখানার এলাকায়।

সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে। পরে এ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

এর মাঝে পোশাক শ্রমিকদের ছুটি দেয় পোশাক খাতের দুই সংগছঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়লেও পোশাক শ্রমিকদের ছুটির মেয়াদ বাড়ায়নি তারা। তাই আগামীকাল রোববার থেকেই তাদের যোগ দিতে হবে নিজ নিজ কাজে।

Comment here

Facebook Share