১৪ বছরের এক নিখোঁজ কিশোরীর সন্ধানে নেমে পুলিশ। তদন্ত করতেই বেরিয়ে এল ভয়াবহ এক সিরিয়াল কিলারের তথ্য। ২০১৫ থেকে ২০১৯ এই চার বছরে ১১ থেকে ১৭ বছর বয়সী তিনজন মেয়েকে ধর্ষণ করে খুন করেছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের ২৮ বছর বয়সী শ্রীনিবাস রেড্ডি।
খুনের পর এদের প্রত্যেকের লাশ গ্রামের একটি শুকনো কুপের মধ্যে পুঁতে ফেলতেন তিনি। গ্রামের রাস্তায় একা কোনো মেয়েকে হেঁটে যেতে দেখলেই তিনি তাকে লিফট দিতে চান। তারপর সোজা নিয়ে আসেন ওই কুপের পাশের শুনশান এলাকায়। সেখানেই ধর্ষণের পর তাদের হত্যা করেন শ্রীনিবাস।
এর আগে এক যৌনকর্মীকেও খুন করেছিলেন শ্রীনিবাস। সেই খুনের মামলায় জামিনে ছাড়া পেয়ে নতুন কের এই তিনটি খুন করেন তিনি।
অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
Comment here