শাপলা চত্বরের চেয়েও করুণ পরিণতি হবে বিএনপির: ওবায়দুল কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

শাপলা চত্বরের চেয়েও করুণ পরিণতি হবে বিএনপির: ওবায়দুল কাদের

ঢাকা অবরোধ করলে বিএনপি নেতাকর্মীদের অবস্থা শাপলা চত্বরের চেয়েও করুণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগ আয়োজিত যুব সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘যুবলীগের যুবকেরা, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ আমরাও প্রস্তুত আছি। অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে। তাদের অবরোধ করা হবে। এখন ফালাইয়া চুরি করে ঢুকছ? এরপরে পালাবার পথ পাবা না। শাপলা চত্বর থেকে শেষ রাতে পালায় গেল না? আরও করুণ পরিণতি হবে বিএনপির।’

১৮ অক্টোবর বিএনপি ঢাকা অবরোধ করতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকা সিটির খবর রাখেন? ১৮ তারিখ সামনে রেখে মির্জা ফখরুল, বিএনপি সারা বাংলাদেশে ডিসেম্বর মাসের মতো নেতাকর্মীদের ঢাকায় আনতে শুরু করেছে। হোটেলগুলোতে সিট খালি নাই। হোটেলের সব সিট তারা বুক করে ফেলেছে। ঢাকা শহরে নতুন বাড়ি হচ্ছে, খালি ফ্ল্যাট আছে, সব তারা বুক করে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘আবার ডিসেম্বর মাসের মতো সরকার পতনের স্বপ্ন দেখেছে মির্জা ফখরুল ইসলাম, খোয়াব দেখছে। ফখরুলের আন্দোলন, বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপিই হচ্ছে ভুয়া।’

ওবায়দুল কাদের বলেন, ‘এরা ঢাকা শহরে লোক জমায়েত করবে, অবরোধ করবে, এই শহরে সচিবালয় থেকে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করার কর্মসূচি তারা ১৮ তারিখে ঘোষণা করবে। তারা সেই ষড়যন্ত্র করছে।’

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে বিশাল সমাবেশ করে হেফাজতে ইসলাম। সেখান থেকে ঢাকা অবরোধের ঘোষণা দেওয়া হয়। পরে গভীর রাতে অভিযান চালিয়ে শাপলা চত্বর খালি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Comment here