শারীরিক অবস্থার কিছুটা অবনতি ডা. জাফরুল্লাহর - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

শারীরিক অবস্থার কিছুটা অবনতি ডা. জাফরুল্লাহর

নিজস্ব প্রতিবেদক : শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। করোনাভাইরাস থেকে সেরে উঠলেও তার নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে।

ডা. জাফরুল্লাহর চিকিৎসার দায়িত্বে থাকা অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেইসবুক পেজে তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা আজকে কিছুটা চিন্তাযুক্ত। তার নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে। অবস্থা বিবেচনায় নতুন করে এন্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডা. জাফরুল্লাহ সকলের দোয়া চেয়েছেন যেন আল্লাহতায়ালা তাকে এবং তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা দান করেন।’

গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Comment here