মোঃশফিকুল ইসলামঃ শেরপুর সদর উপজেলার তারাকান্দী বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় একনারীসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলো তারাকান্দী শিমুলতলী এলাকার মৃত গফুর শেখের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি জাফর শেখ ও একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী খুকি।
আত্বিয় স্বজনরা জানান, স্থানীয় তারাকান্দি বাজারের মালি শহিদুল ইসলামের স্ত্রী খুকি প্রতিদিনের মত সকালে বাজার ঝাড়ো (পরিস্কার) দিতে নিজ বাড়ী হতে বাজারের উদ্দ্যেশে রওনা হলে পথিমধ্যে অজ্ঞাতনামা একটি গাড়ী তাকে চাপা দেয় । এদিকে তারাকান্দি বাজারের ওয়েল্ডিং মিস্ত্রি জাফর সারারাত কাজ শেষে একই পথ দিয়ে বাড়ী ফিরার পথে এই ঘটনা দেখে ওই গাড়ীটিকে থামাবার চেষ্টা করলে তাকেও চাপা দিয়ে গাড়ীর চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে বিকট শব্দ হলে আশপাশের লোকজন এসে মরদেহ দুইটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সরতহাল করেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহ দুটির সুরতহাল করা হয়েছে বাকী আইনগত কাজগুলোও চলমান রয়েছে।
Comment here