মাহের আহমেদ বগুড়ার প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সিহাব হাসান (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী ইউনিয়নের গাড়ই এলাকায় ঘোগা ব্রীজের নিকট এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত সিহাব হাসান মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চাপরাইল গ্রামের মো. মানিক উদ্দিনের ছেলে। তিনি বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাসে ঢাকা যাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাসে তল্লাশী চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ সিহাবকে আটক করে। এরপর শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানকালে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comment here