সব সেন্টারে খোঁজ নিয়েছি, মা জিতে গেছেন: জাহাঙ্গীর - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

সব সেন্টারে খোঁজ নিয়েছি, মা জিতে গেছেন: জাহাঙ্গীর

advertisement

সব সেন্টারে খোঁজ নিয়েছি, মা জিতে গেছেন: জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক
15Shares
facebook sharing button
twitter sharing button

২৫ মে ২০২৩ ০৯:৩৫ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩ ০৯:৪৬ পিএম

জায়েদা খাতুনের সঙ্গে জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দাবি করেছেন, তিনি সব কেন্দ্রে খোঁজ নিয়ে জেনেছেন, তার মা জায়েদা খাতুন জিতে গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে সাংবাদিকদের কাছে এই দাবি করেন জাহাঙ্গীর আলম।

নির্বাচনে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল হলেও ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী হয়ে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন তার মা জায়েদা খাতুন। ফল ঘোষণায় দেখা যাচ্ছে, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খানের সঙ্গে জায়েদা খাতুনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা জিতে গেছে, আমি সব সেন্টারে খোঁজ নিয়েছি।’

ভোট গণনা দেরি হচ্ছে অভিযোগ তুলে জাহাঙ্গীর বলেন, ‘সেন্টার থেকে খবর পেয়ে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছি। কেন তিনি দেরি করছেন, তাড়াতাড়ি যেন রেজাল্ট দিয়ে দেন।’

advertisement…

এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। কিন্তু মাঝপথে গণনা দেরি করায় সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন জাহাঙ্গীর।

জাহাঙ্গীর বলেন, ‘ইভিএমে ভোট হয়েছে। সিসি ক্যামেরা এখানে ছিল। এই ভোটের রেজাল্ট যেন কোনো এক ব্যক্তিকে জয়লাভ করানোর জন্য চেন্স না করা হয়।’

তিনি আরও বলেন, ‘কোনো এক ব্যক্তিকে চুরির সুবিধা দেওয়ার জন্য যেন আমাদের গাজীপুরে লক্ষ লক্ষ মানুষ যে রায় দিয়েছে, সেটা যেন কোনোভাবে পরিবর্তন না করা হয়।’

এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের সহযোগিতা চান জাহাঙ্গীর। স্বচ্ছভাবে ভোট গণনা হলে তার মা জায়েদা খাতুন বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন জাহাঙ্গীর।

Comment here