মোঃ হুমায়ূন কবির : শ্রীপুর, গাজীপুর গাজীপুরের শ্রীপুর উপজেলা মাওনা চৌরাস্তায় মাওনা বাজার রোডে পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন অস্থাই কামারের দোকান গূলো কোরবানি ঈদের আরো ১৬.দিন বাকী থাকতেই গরুর হার কাটার জন্য চাপাতি, গরু জবাই করার জন্য ছুড়ি, গরুর চামরা ছাড়ানোর জন্য ছিলা ছুড়ি, নারিকেল উঠানোর জন্য নারিকেল কোরানি, দা, বটি, কোরাল, ইত্যাদি জিনিস পত্র সাজিয়ে বসেছেন অস্থাই দুটি দোকান শেখ মোহাম্মদ আল-আমিন(২৪) নামে এক দোকানদার জানিয়েছেন।
বটি, গরু জবাই ছিড়ু, ছিলা ছুড়ি, চাপাতি, দা, নারিকেল কোরানি, এসব জিনিস পত্র এখন বেঁচাকিনা কম হচ্ছে। তবে কোরবানি ঈদের চাঁদ উঠে গেলে আরো ভালো বেঁচাকিনা হবে। আল-আমিন আরো জানিয়েছেন। বৃহস্পতিবার, রবি বার, এবং শূক্র বার, সাপ্তাহের এই তিন দিন দোকানদারি করেন। কোরবানি ঈদের চাঁদ উঠলেই ভিবিন্ন হাট, বাজারে দোকান সাজিয়ে বসবেন, এবং ঈদের চাঁদ উঠার সাথে সাথেই বটি, গরু জবাই ছিড়ু, ছিলা ছুড়ি, চাপাতি, দা, নারিকেল কোরানি, এসব জিনিসের বেঁচা কিনা বেরা যাবে।
মোঃ আজিজুল ইসলাম(৫০) নামের এক দোকানদার জানিয়েছেন ইদানিং গরু জবাই কারর ছুড়ি, চাপাতি, ছিলা ছুড়ি, বেঁচা কিনা কম হলেও। নিরানি কাচি, বটি, কোদাল, এস জিনিস বেশি বেঁচা কিনা হচ্ছে।
Comment here