সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযানে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র্যাব–১২ |
গ্রেফতারকৃত নাজমুল হক(২১) উল্লাপাড়ার পঞ্চক্রশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে এবং মোঃ রাসেল মিয়া(১৯) একই উপজেলার সলপ ভদ্রকুল গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে |
রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব–১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান | তিনি জানান ,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উল্লাপাড়া থানাধীন কাজীপাড়া ঈদগাহ মাঠের উত্তর পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হইতে ৯৭ পিস ইয়াবা, ০১ টি মোবাইলসেট ও নগদ ১,০০০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
Comment here