সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু ইকোপার্কের একটি গাছ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ইকোপার্কের দক্ষিণে রেললাইনের পাশে একটি গাছে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত যুবকের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে।
এটি আত্মহত্যা না হত্যা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করা চলছে বলে জানান তিনি।
Comment here