সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ১৫ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ জন বাসযাত্রী। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, যুগান্তর পরিবহনের যাত্রীবাহী বাসটি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছিল। আর মালবাহী ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন সংবাদমাদ্যমকে হতাহত ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

 

Comment here